মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সরকার ঘোষিত দেশব্যাপী চলছে লকডাউন। নাচোল উপজেলায় লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করার জন্য জেলা প্রশাসন ,উপজেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এই লকডাউন এর মধ্যেও আজ রোববার নাচোলে সাপ্তাহিক হাট বসেছিল। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে হাটে বসে। এখানে শতশত ক্রেতা বিক্রেতাদের সমাগম হলে উপজেলা প্রশাসন দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সকাল দশটার দিকে মাইকিং করে হাট ভাঙ্গার নির্দেশ দেন। এ নির্দেশ শোনা মাত্রই ক্রেতা বিক্রেতারা বাজার ত্যাগ করেন । আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবিহা সুলতানা অপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম ।এসময় আরো উপস্থিত ছিলেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু ,নাচোল থানার পুলিশ ও আনসার সদস্য বৃন্দ।