নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। আজ সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়ে বলেন, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৮ জন মারা গেছেন। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী।গত ২৪ মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজশাহীর ৩, নাটোর ১, চাঁপাইনবাগঞ্জেরর ১, পাবনার ৫ এবং নওগাঁর ৩ জন আছেন।এ নিয়ে চলতি মাসের ১ তারিখ ৩১ তারিখ পযর্ন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৫৩৫ জনে। যা গত মাসের চেয়ে ১৩০ জন বেশি। পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৮জন।একই সময়ে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪৩৩ জন।