নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ৭৫ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দাপুলিশের একটি দল গতকাল(৩১ জুলাই ) জেলার শিবগঞ্জ থানাধীন কামালপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।আটক কৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো,জেলার শিবগঞ্জ থানাধীন দৌলতবাড়ী এলাকার নুর মোহাম্মদ এর ছেলে মোঃ শাহনেওয়াজ ওরফে শাহানাজ (৩২) ও একই এলাকার মোঃ একরামুলের ছেলে মোঃ জাহাঙ্গীর ওরফে সিটু (২১)। আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।