নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ সকালে এসব তথ্য জানিয়ে বলেন , মৃতদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৭ জন ও বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জন এবং নেগেটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও একজন।এদের মধ্যে ৯ জন পুরুষ ও ১০ জন নারী। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৯ জনের মধ্যে রাজশাহীর ৭ জন, নাটোরের ৫ জন, পাবনার ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন এবং নওগাঁর ২ জন আছেন। এ নিয়ে চলতি মাসের ১ তারিখ থেকে ৩ পযর্ন্ত মারা গেলেন ৫২ জন। এর আগের মাসে মারা গিয়েছিল ৫৩১ জন।রামেক পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৭জন।একই সময়ে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন। বর্তমানে রামেক হাসপাতালে৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৯২ জন।