অলিউল হক ডলার,নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহি অফিসার সাবিহা সুলতানা কে বিদায় জনিত সম্বর্ধনা প্রদান করেছেন নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে শিক্ষক মিলনায়তনে নাচোল খুরশেদ মোল্লা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা,নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ, ফ, ম হাসান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার। এছাড়া আরো উপস্থিত ছিলেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাইরুল ইসলাম, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম ,নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার ,সাধারণ সম্পাদক আব্দুর রহমান মানিক, নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম ,সাধারণ সম্পাদক মজিদুল হকসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম। আলোচনা শেষে স্কুলের শিক্ষক মন্ডলী ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন বিদায়ী ইউএনও সাবিহা সুলতানার হাতে। উল্লেখ্য যে, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা,পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রসাশক হিসেবে পাবনা জেলায় যোগদান করবেন।