নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ভাতিজার হাসুয়ার কোপে প্রাণ হারিয়েছেন চাচা মতিউর রহমান ওরফে মতি (৬০)। এ ঘটনায় উভয় পক্ষের অন্ততঃ ৫ জন আহত হয়েছেন।গুরুতর আহত অবস্থায় নিহতের ছেলে মোঃ ইনসান আলী (২৪)কে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যান্য আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া ঝাউবোনা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,ঝাউবোনা গ্রামের মৃত জলিল মণ্ডলের দুই ছেলে খলিলুর রহমান ও মতিউর রহমান। পিতার রেখে যাওয়া সম্পত্তি মতিউরকে ভাগ ভাটোয়ারা না করে খলিল একাই ভোগ দখল করে আসছিলেন। এরই জের ধরে শুক্রবার সকালে মতিউর রহমান, বাবার রেখে যাওয়া জমি ভাগ ভাটোয়ারা করার জন্য ভাই খলিলের সাথে কথা বলতে গেলে দুই ভায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই ভায়ের পরিবারের মধ্যে সংঘর্ষের বেধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে খলিলের ছেলে তোতা মিয়া, চাচা মতিউর ও তার ছেলে ইনসান আলীকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। এতে ঘটনাস্থলেই মতিউরের মৃত্যু হয়। আহতদের মধ্যে নিহত মতিউর রহমানের ছেলে ইনছান আলীর অবস্থা আশঙ্কাজনক।এ ঘটনার পর থেকে খলিলের পরিবারের সদস্যরা পালিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।