দেশে দেড় মাসের মাথায় এসে দেড়শ’র নিচে নেমেছে একদিনে করোনায় প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। আগের দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫৯ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মহামারি করোনায় দেশে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে এই মহামারিতে প্রাণহানি দাড়ালো ২৫ হাজার ২৩ জনে।
এই একদিনে নতুন করে ৫ হাজার ৯৯৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এতে এ পর্যন্ত সারা দেশে করোনায় আক্রান্ত শনাক্ত পৌছালো ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।