চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বেচ্চাসেবী সংগঠন ‘প্রত্যয়’র আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয়ের ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে মনাকষা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম এমরান হোসেন মাস্টারের বৈঠকখানায় সোমবার সকাল ৯টা হতে দিনব্যাপী বিভিন্ন শ্রেণী ও পেশার ২ শতাধিক নারী-পুরুষের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান ও দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ সংবাদদাত, ঢাবির রসায়ন বিভাগের সম্মান তৃতীয় বিভাগে শিক্ষার্থী শামসুল হক ড্যানির তত্ত্বাবধানে ও পারচৌকা গ্রামের দশ ভাইয়া পরিবারে অর্থায়নে রক্তের গ্রুপ নির্ণয়ে উপস্থিত ছিলেন মনাকষা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদ শামীমস রেজা, শিক্ষার্থী শাহাদাৎ হোসেন, আসাদুল ইসলাম আসাদ, আহমেদ নগর কারিগরি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল জলিল, শামসুল হক ড্যানি প্রমুখ। উল্লেখ্য যে তাদের এ স্বেচ্ছাসেবী মূলখ কাজ অব্যহত থাকবে বলে জানায়।