মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানাকে নাচোল প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানাকে এ সংবর্ধনা দেয়া হয়। জনাব সাবিহা সুলতানা রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, নাচোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মানিক, সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্নসাধারণ সম্পাদক আব্দুস সামাদ, অর্থসম্পদ হাবিবুল্লাহ সিপন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম বাবু, জমির উদ্দিন।