মোঃ হারুন অর রশিদঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে।এখানে আজ আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৬ জন,করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন ও নেগেটিভ হবার পরও নানা স্বাস্থ্য জটিলতায় ১জনের মৃত্যু হয়েছে।শনিবার সকাল ৮ টা থেকে আজ রবিবার সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ সকালে এসব তথ্য জানিয়ে বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন,নওগাঁর ১,নাটোরর ১ জন ও কুষ্টিয়ার ১ জন রয়েছেন। এদের মধ্যে ৫ জন পুরুষ ও ৫ জন নারী।পরিচালক আরও আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৭ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪জন।রবিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ২৮৬ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ১৪৫ জন।