মোঃ হারুন অর রশিদঃ রাজশাহীতে ১ কোটি টাকার হেরোইনসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল (১১ সেপ্টেম্বর )রাজশাহী জেলার চারঘাট থানাধীন নন্দনগাছী বটতলা মোড়ে পাকা রাস্তা সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করে কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইন সহ মোঃ মনিরুল ইসলাম ওরফে জনি (৩২) কে আটক করে।আটক ব্যক্তি রাজশাহী জেলার চারঘাট থানাধীন নতুনপাড়া গ্রামের মোঃ মাহবুবুর রহমানের ছেলে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।