রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি নামীদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল ওষুধসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা লালবাগ বিভাগ (ডিবি)।
শনিবার সকালে কোতোয়ালি জোনাল টিম তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন ফয়সাল আহমেদ (৩২), সুমন চন্দ্র মল্লিক (২৭) ও লিটন গাজী (৩২)।
ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ দেশ রূপান্তরকে বলেন, সুরেশ্বরী মেডিসিন প্লাজার নিচতলার মেডিসিন ওয়ার্ল্ড ও অলোকনাথ ড্রাগ হাউস এবং পার্শ্ববর্তী হাজি রানি মেডিসিন মার্কেটের নিচতলায় রাফসান ফার্মেসি থেকে বিপুল এসব ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে জীবন রক্ষাকারী ওষুধ, জন্ম নিরোধক আই পিল এবং দেশি-বিদেশি নামীদামি ব্র্যান্ডের নকল ওষুধ ও ক্রিম।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বেশি লাভের আশায় দীর্ঘদিন ধরে এসব নকল দেশি ও বিদেশি নামীদামি ব্র্যান্ডের ওষুধ ও ক্রিম সংগ্রহ করে মিটফোর্ড এলাকায় বাজারজাত করে আসছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপি কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।