নিজস্ব প্রতিনিঃ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগজিন এবং গুলিসহ এক জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫ রাজশাহী, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল, কোম্পানি অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে গতকাল (১৩ অক্টোবর ২০২১) ইং তারিখ রাত্রি ১২ টার কিছু পরে জেলার গোমস্তাপুর থানাধীন বোয়ালিয়া ইউপি কাউন্সিল হতে কানসাট গামী পাকা রাস্তা সংলগ্ন লক্ষীনারায়নপুর মোড়ে জনৈক রফিকের লেদ দোকানের সামনে অভিযান পরিচালনা করে ২ টি বিদেশী পিস্তল, ৩ টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ মোঃ ডালিম ইসলাম (৩৫) কে হাতেনাতে আটক করে।আটক শীর্ষ অস্ত্র ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন,বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের হয়েছে।