ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের যৌনপল্লি থেকে দুই নারীকে মদসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- রুমা আক্তার(৩২), রিনা আক্তার(৩৫)।
শুক্রবার বিকেলে গ্রেফতারদের আদালতে তোলা হলে বিচারক রাশেদ হোসাইন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরীর রমেশ সেন রোড এলাকার যৌনপল্লি থেকে ১০০ লিটার চোলাই মদসহ দুই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, যৌনপল্লিতে দীর্ঘদিন ধরে মদ বিক্রি করে আসছিলেন ওই দুই নারী। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার যৌনপল্লিতে অভিযান চালিয়ে ১০০ লিটার মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।