নিজস্ব প্রতিবেদক: মমতা হাসপাতালের ১ম বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, পূর্ব নাম আধুনিক সদর হাসপাতাল’র সামনে গত একবছর পূর্বে, একাধিক ডাক্তার নার্স ও সংশ্লীষ্ট সকলের প্রচেষ্টায় গড়ে উঠে আধুনিক মান সম্পন্ন এ হাসপাতাল। ইতিমধ্যে ১৫/১০/২১ খ্রি. শুক্রবার হাসপাতালের বয়স ১বছর পূর্ণ হয়। উল্লেখিত বছরপূর্তি উপলক্ষ্যে এক বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ্যাফেল ড্র পুরষ্কার বিতরণীসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী হাসপাতালের জন্মবার্ষিকী উদযাপন সম্পন্ন করা হয়। জেলা সদর’র কল্যাণপুর হর্টিকালচার সেন্টার’র বাগানে এক মনোরম সুন্দর পরিবেশে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথী হিসেবে ছিলেন হাসপাতাল’র কর্ণধার ও মমতা হাসপাতাল পরিচালক ডা. নাহিদ ইসলাম মুন। বিশেষ অতিথী হিসেবে ছিলেন ডা. তৌহিদুল ইসলাম সুজন, ব্যাবস্থাপনা পরিচালক মমতা হাসপাতাল, এছারাও উপস্থিত ছিলেন উক্ত হাসপাতালের প্রায় সকল ডাক্তার, নার্স, ট্যাকনিশিয়ান রসিপশনিস্ট কলাকৌশলীসহ অন্যান্য সকল স্টাফবৃন্দ, উপস্থিত ছিলেন নিকট আত্মীয় স্বজন, আরও উপস্থিত ছিলেন ফার্মাসিস্টবৃন্দ, ঔষধ কোম্পানির ব্যাক্তিবর্গসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আ. জব্বার হাসপাতাল পরিচালক-বৃন্দের অন্যতম ও হাসপাতাল ম্যানেজার। তিনি বারতি প্রতিভাবান একজন মানুষ তার গানের মূর্ছনায় পুরো স্টেজ ও দর্শক মুগ্ধ, তিনি একে একে কয়েকটি গান পরিবেশন করে দর্শক মাতিয়েছেন অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠানটি হাসপাতালের স্টাফদের মধ্যে অন্যতম মিলন ও সহকারী ম্যানেজারসহ অন্যান্ন সকল স্টাফদেরকে সাথে নিয়ে পুরো দিনটির কার্যক্রম সম্পন্ন করেন নির্বিঘ্নে। অনুষ্ঠানে আয়োজন ছিলো সকালের নাস্তা, দুপুরের খাবার, অতিথী ও ভালো কাজের স্বিকৃতি স্বরুপ সন্মাননা স্বারক প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, চাঁপাই-নবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা সব শেষে ছিলো র্যাফেল ড্র। র্যাফেল ড্র শেষে পুরস্কারবিতরণ শেষে সমাপ্তি হয় অত্র অনুষ্ঠানের।