সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ভুয়া পুলিশসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৪।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার থানা এলাকার পশ্চিম রাজাশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শামীম রেজা, হেলাল উদ্দিন, পারভেজ, ওয়াসীম ইসলাম, নাঈম খান ও ফেরদৌস আহমেদ রাজু।
এ সময় তাদের কাছ থেকে ২টি পুলিশের নকল ইউনিফর্ম, পুলিশ জ্যাকেট, পুলিশ বেল্ট, ভুয়া পুলিশ আইডি কার্ড, একটি ওয়াকিটকি, একটি কভারসহ হ্যান্ডকাফ, একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি নকল পিস্তল, রামদা, ছুরি, চাপাতি, রশি, ৫ লিটার চোলাই মদ, ৪৬৭ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা, সাত গ্রাম হেরোইন, ১৯টি মোবাইল, নগদ ৪৪ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতরা সাভার ও আশুলিয়া এলাকায় রাতের আঁধারে পুলিশের ভুয়া ইউনিফর্ম পরে গাড়ি থামিয়ে যাত্রী এবং অন্যান্য লোকজনের কাছ থেকে টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং দামি জিনিসপত্র লুট করতো।
এতে বলা হয়, গ্রেপ্তার শামীম রেজা নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয় দিতো। সে সব সময় তার কাছে আগ্নেয়াস্ত্র, পুলিশের নকল ইউনিফর্ম, ওয়াকিটকি এবং আইডি কার্ড রাখতো। পুলিশের এসব নকল পোশাক ও আইডি কার্ড ব্যবহার করে সে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা এবং মাদক মামলা দায়ের করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।