ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নীলফামারীর জলঢাকায় উপজেলা যুবলীগের তিন নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ।
হুকুম আলী মীরগঞ্জ, সাদেকুল সিদ্দিকী কৈমারী ও লালবাবু কাঁঠালি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান, গত ১৩নভেম্বর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে নেতা কর্মীরা বিদ্রোহীদের বহিষ্কারের ব্যাপারে মত দেন। এরপরও আমরা কেন্দ্র এবং জেলা হতে বিদ্রোহীদের সরে দাড়ানোর আহবান জানাই কিন্তু তারা সরে আসেনি। বাধ্য হয়ে বহিঃস্কার করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর জলঢাকা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।