চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : পুলিশের বিশেষ শাখা (ডিবি) পরিচয়ে বিভিন্ন অপরাধী ও স্থানীয় বাসিন্দাদের থেকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি করতো আলী হাসান (২১)।
গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে আটক করা হয়েছে ভুয়া ডিবি হাসানকে।
বুধবার (০৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট তরকারিপট্টি এলাকা থেকে তাকে আটক করে র্যাব।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, স্কোয়াট কমান্ডার সহকারী পুলিশ সুপার ওমর আলী। আটককৃত ভুয়া ডিবি আলী হাসান শিবগঞ্জ উপজেলার চককীর্তি বাজার এলাকার মো. মাইনুল ইসলামের ছেলে।
এসময় আলী হাসানের নিকট থেকে একটি হ্যান্ডকাফ, ভুয়া ডিবির পরিচয়পত্র, একটি বাঁশি ও রশি জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার ওমর আলী বলেন, আটককৃত ভুয়া ডিবি আলী হাসান ডিবি পুলিশের একটি পরিচয়পত্র তৈরি করে এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করতো। এমনকি বিভিন্ন অপরাধীদের তথ্য উপাত্ত সংগ্রহ করে মোবাইলে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতো এবং আত্মীয় স্বজনদের হুমকি দিত। এমনকি মাদক ব্যবসায়ীদের থেকে মাসিক চাঁদা আদায় করতো আলী হাসান ।