চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি এ এফ এম সুলতানুল ইসলাম মনি উকিলের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মনি উকিল স্মৃতি পরিষদের আয়োজনে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা হয়।
জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও মনি উকিল স্মৃতি পরিষদ উদযাপন কমিটির আহবায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়েদ পাঠান, যুবদলের জেলা সভাপতি তবিউল ইসলাম তারিফ, সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, এ্যাড আব্দুল ওদুদ, বিএনপি নেতা প্রফেসর ইকবাল হোসেন, জেলা শ্রমিক দলের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড ময়েজ উদ্দিন, বিএনপি নেতা সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, এ্যাড ওবাইদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক এএইচ এমএম জামাল বাচ্চু, মরহুমের ছেলে এ্যাড. মোল্লা হাসান শরীফ সনি, স্বেচ্ছাসেবক দলের জেলা সহ-সভাপতি আতিক হাসান মুক্তা, ছাত্রদল জেলা সভাপতি হাসান ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক ওয়াকিলুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল ইসলামসহ অন্যরা। স্মরণ সভা ও দোয়া মাহফিলে জেলা বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা এবং বিএনপি সমর্থিত আইনজীবিগণ উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় মরহুম মনি উকিলের রাজনৈতিক জীবন ও জনসেবামুলক কাজের কথা তুলে ধরে বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র যে গণজাগরণ তার পুরোটার কৃতিত্ব মরহুম মনি উকিলের। জেলায় ধানের শীষের জনপ্রিয়তা তার হাত ধরেই এসেছে যা এখনো বিদ্যমান। বক্তারা গ্রুপিং পরিত্যাগ করে দলের স্বার্থে এক হয়ে কাজ করতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানান। শেষে মরহুম মনি উকিলসহ দলের সকল প্রয়াত নেতা-কর্মীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন সাবেক মেয়র ও বিএনপি নেতা মাওলানা আব্দুল মতিন।