শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭.৩০মিনিটে উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাবাজারে সংগঠনের সভাপতি মোঃ রায়হান আলী ও সাধারণ সম্পাদক, এম.ডি. মামুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে শ্যামপুর কেন্দ্রীয় শহীদ মিনার স্মৃতি স্তম্ভে গিয়ে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ ওবাইল্লাহ, বিশেষ সদস্যপ্রাণ সামিরুল ইসলাম পলাশ, সাহিন আহমেদ সাদ, আলাউদ্দিন আহমেদ, আল-মামুন, রাজু ইসলাম, সামিম প্রমূখ। উল্লেখ্য, এলাকার তরুণদের নিয়ে গঠিত ” শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন” -রক্তদান কর্মসুচি, মাদক বিরোধী প্রচারণা ও মাদকের প্রতিবাদ, এলাকায় অসহায় দুঃস্থদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম ২০১৮ সাল থেকে চালিয়ে আসছে।