রাজশাহী প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় একযোগে অনুষ্ঠিত হলো শপথ গ্রহণ অনুষ্ঠান। মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কন্ঠে কন্ঠ মিলিয়ে শপথ গ্রহণ করলেন বাগমারার হাজারো মানুষ।
বৃহস্পতিবার বিকেলে শপথ গ্রহণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ গ্রহণকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের আগেই বিদ্যালয়ের মাঠ ভর্তি হয়ে যায় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সুধিসমাজ সহ সর্বস্তরের লোকজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, প্রভাষক জিল্লুর রহমান প্রমুখ।
উক্ত শপথ গ্রহণে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করে। ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় সহ উপজেলা বিভিন্ন স্থানে এবং বাসায় টেলিভিশনের সামনে দাঁড়িয়ে অনেক লোকজন শপথ বাক্য পাঠ করেছেন।