পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭১৪ ইউপির মধ্যে ৫২ ইউপিতে চেয়ারম্যান পদে কোন ভোটের প্রয়োজন পড়ছে না। এসব ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় ভোটের আগেই বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা।
এছাড়া সাধারণ সদস্য পদে ১০৯ জন প্রার্থীসহ সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন প্রার্থীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিন পদে এ ধাপে মোট ১৯৩ জন প্রার্থী বিনাভোটে নির্বাচিত হওয়ার পথে।
মনোনয়নপত্র প্রত্যাহার শেষে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে তৈরি প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়। সোমবার ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ সব তথ্য জানিয়েছেন।
ইসির উপ-সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনে দেখা যায়, প্রার্থিতা প্রত্যাহারের শেষে এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২০৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ৮০৪ জন ও সাধারণ সদস্য পদে ২৪ হাজার ৮৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঘোষিত তফসিল তফসিল অনুযায়ী, এ ধাপে ৭০৭ ইউপিতে ভোট হওয়ার কথা ছিল ৫ জানুয়ারি। কিন্তু বিভিন্ন কারণে স্থগিত থাকা ৭ টি ইউপি যুক্ত হওয়ায় এদিন ভোট হবে ৭১৪ ইউপিতে।
ইতিমধ্যেই তিন ধাপের ভোট সম্পন্ন করেছে ইসি। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪২ ইউপিতে ভোট হবে। ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে ৩১ জানুয়ারি। প্রতি ধাপেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যা ছিল চোখে পড়ার মতন।