চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ এক কিশোরের লাশ
উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১ টায় পদ্মা নদী থেকে তার
লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন
চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর
হোসেন। ওই নিখোঁজ কিশোর চরবাগডাঙ্গা ইউনিয়নের
মালবাগডাঙ্গা এলাকার ফাটাপাড়া মহাল্লার বাবলুর ছেলে
শাহীন (১৪)। ওসি বলেন, শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে
চরবাগডাঙ্গা সীমান্ত ফাঁড়ির সামনে পদ্মায় গোসল করতে
নামে ওই কিশোর। নদীতে তীব্র ¯্রােত হওয়ায় গ]ি পানিতে
ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা অনেক
খোঁজাখুঁজি করার চেষ্টা করেন। পরে রবিবার সকালে পদ্মার
একটি পাড়ে তার লাশটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ফলে
পুলিশ গিয়ে তার লাশটিকে উদ্ধার করে। ওসি আরও বলেন, ওই
কিশোরের লাশটি চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালের
মর্গে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নিয়ে তার লাশটি
পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।