কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায়, ৭ আসামির মধ্যে ৬ জনই এখনো ধরাছোঁয়ার বাইরে। গ্রেপ্তার দেখানো হয়েছে, (২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার) আটক হওয়া জিয়া গেস্ট ইন হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকে।
সিসিটিভি ফুটেজ দেখে মামলার ৪ আসামি শনাক্ত হয়েছে, বাকি ৩ জন অজ্ঞাত। প্রধান আসামি আশিকুল ইসলাম, কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ছিনতাই, নারী পাচার, ধর্ষণসহ ১৬টি মামলা রয়েছে।
ছিনতাই মামলায় কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পান আশিক। মামলার অন্য আসামি আব্দুল জব্বার জয়া ও বাবু এখনো লাপাত্তা।