নিজস্ব সংবাদদাতা : রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ দুই তরুণীসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। গ্রেফতারকৃতরা হলোÑ জহুরা বেগম (৩০), মেহেরুন নেছা মিম (২৪), মো. জালাল মৃধা (৩৫) ও নাসির উদ্দিন (৩৮)।
ডিএনসি সূত্র জানায়, গ্রেফতারকৃত জহুরা ও মিম বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার থেকে বিমানযোগে হযরত শাহজালাল বিমানবন্দরে আসেন। এরপর ফ্ল্যাগ সংযুক্ত দামি গাড়ি নিয়ে ওই ইয়াবার চালান অভিজাত এলাকা গুলশান, বনানী ও ধানমন্ডিতে সরবরাহ করত। জহুরা ও মিম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের একাধিক স্বামীও রয়েছে।
অভিযানের নেতৃত্বে থাকা ডিএনসির (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, এই চক্রটিকে সাত দিন ধরে মনিটরিং করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দুই তরুণীসহ চারজন কক্সবাজারের সীমান্ত এলাকা টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে আসছে। এমন সংবাদের পর শনিবার থেকে তাদের গতিবিধি অনুসরণ করা হয়। এরপর তারা রোববার সকালে শাহজালাল বিমানবন্দরে ফ্ল্যাগ সংযুক্ত একটি বিলাসবহুল গাড়িতে করে ধানমন্ডি নিয়ে যায়। পরে সেখানে একটি ফ্ল্যাট অভিযান চালিয়ে তাদের ১৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য, এই চক্রের অন্য এক আসামিকে ১৬ হাজার ইয়াবাসহ এক সপ্তাহ আগে ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) কর্তৃক গ্রেফতার করা হয়। এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে যেকোনো সময় গ্রেফতার করা হবে।
এ জাতীয় আরো খবর..