নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কর্নখালি ইউসি বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার রাতে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দাইপুখুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর রেজা। এ সময় তিনি বলেন, খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক, বাল্যবিয়ে, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে দূরে রাখতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি বেশি মনোযোগ দিতে হবে এবং খেলাধুলার আয়োজন আরও বাড়াতে হবে। ভবিষ্যতে আরও খেলার আয়োজন করবেন, আমার পক্ষ থেকে সকল সহায়তা থাকবে। উদ্বোধনী খেলায় দৌলতবাড়ি কামালপুর ক্লাব বনাম কর্নখালি ক্লাব ক্রিকেট একাদশ অংশ নেয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করেছে। এতে উপস্থিত ছিলেন, দাইপুখুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আসগার আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক মেম্বার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবু ও আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলীসহ অন্যরা। চককীর্তি ইউনিয়নে অসুস্থ্য যুবকের পাশে চেয়ারম্যান প্রার্থী নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালু আলীর ছেলে অসুস্থ্য রাকিব আলীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হাসান আনু মিঞা। সোমবার দুপুরে খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান তিনি। এ সময় চিকিৎসার জন্য তার পিতার হাতে আর্থিক অনুদান তুলে দেন। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এর আগে ৫নং ওয়ার্ড মকিমপুর গ্রামের অসুস্থ মোসা. মুনচেহারা বেগমের চিকিৎসার জন্য আর্থিক অনুদান তুলে দেন তিনি।