বিডি ঢাকা ডট কম নিউজঃ খালঘাট সংলগ্ন ও ফায়ার সার্ভিস স্টেশনের পেছনে চলমান নির্মিতব্য চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে সব রকমের আধুনিক চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, মেসার্স কোয়ালিটি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আব্দুল ওয়াহেদ।
আলোচনা সভায় বক্তব্যে আব্দুল ওয়াহেদ এ কথা জানান। তিনি বলেন, স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদান করে এ প্রতিষ্ঠানকে একটি মানব সেবার অনন্য প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, কর্মচারীদের জন্য স্বাস্থ্য শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট গঠন করা হবে। নার্সিং ট্রেনিং সেন্টারসহ আরও বিভিন্ন প্রকল্পও হাতে নেয়া হয়েছে। তিনি দেশের ব্যবসায়ী শিল্পপতি ও বিত্তবানদের আর্থিক সহায়তা এবং সরকারের সর্বিক সহযোগিতা কামনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে ডায়াবেটিক হাসপাতলের সেবার মান বৃদ্ধি, উন্নত চিকিৎসার ব্যবস্থা ও মরহুম আকবর হোসেনের পরিবারকে সাহায্য প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১০ জানুয়ারি সোমবার দুপুর ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা চেম্বার অফ কমার্স’র একাধীক বারের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ।
অনুষ্ঠানে সমিতির পরিচালক, সিনিয়র আওয়ামী লীগ নেতা ডা. দুররুল হুদা, সিনিয়র মেডিকেল অফিসার নাঈমুল হক এবং প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টুসহ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সমিতির কর্মচারী আকবর হোসেনের পরিবারকে . নগদ ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান ও তাঁর ১ ছেলেকে অত্র সমিতিতে চাকরির ব্যবস্থা করা হয়।