নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে ৩ জনের প্রাণের বিনিময়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হাজির মোড় ও বিদিরপুর মোড়ের রেল ক্রসিং এ অস্থায়ী গেট নির্মাণ সম্পন্ন হলো। তবে মিলকি মোড়টি এখনও অরক্ষিত থেকে গেল। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে হাজির মোড় ও বিদিরপুর রেল ক্রসিং এ পৌরসভার উদ্যোগে বাঁশ দিয়ে অস্থায়ী গেটগুলো নির্মাণ করা হয়। তবে মিলকির মোড়ে এখনও গেট নির্মানের কোন উদ্যোগ নেয়া হয়নি।
মঙ্গলবার দুপুরে দেখা যায় পৌরসভার উদ্যোগে রেল লাইন ক্রসিং রাস্তার উভয় পাশে বাঁশ দিয়ে অস্থায়ী গেট নির্মাণের কাজ চলছে।
হাজির মোড় রেল ক্রসিং গেট তদারকিতে থাকা পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ জানান, সোমবার এ মোড়ে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। তাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মোখলেসুর রহমানের নির্দেশে হাজির মোড় ও বিদিরপুর মোড়ে অস্থায়ী গেট নির্মাণ করা হচ্ছে। এখানে পৌরসভার আনসার সদস্যরা পালাক্রমে ডিউটি করবে।
তবে মিলকি এলাকায় গেট নির্মাণ না হওয়ায় ঐ এলাকার লোকজনের মধ্যে কিছু অসন্তোষ লক্ষ্য করা গেছে। এ ব্যাপারে মেয়র মোখলেসুর রহমান জানান, জনগণের জানমাল রক্ষার অংশ হিসেবে পৌরবাসীর স্বার্থে অরক্ষিত ২ টি রেল ক্রসিং কে সুরক্ষিত করা হলো।আপাদত আনসারদের সহায়তায় গেট ২টি পরিচালনা করা হবে।অপর মিলকি মোড়ের ব্যাপারে তিনি জানান, যেহেতু ঐ রেল ক্রসিংটি তুলনামূলক কম জনবহুল তাই পরবর্তীতে সেখানেও গেট নির্মানের উদ্যোগ নেয়া হবে।তবে জরুরী ভিত্তিতে জনবহুল বিদিরপুর ও হাজির মোড়ে ২ টি গেট নির্মান করা হলো।অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জানান, অরক্ষিত রেল ক্রসিং গুলোর ব্যাপারে ইতিমধ্যেই রাজশাহী বিভাগীয় কমিশনারকে অবহিত করা হয়েছে। আপাদত পৌরসভার মাধ্যমে সমস্যার সমাধান করা হচ্ছে।পরে রেল কতৃপর্ক্ষের মাধ্যমে স্থায়ী গেট ও গেটম্যান নিয়োগের উদ্যোগ নেয়া হবে।প্রসঙ্গত: সোমবার সকালে মহানন্দা ট্রেনের ধাক্কায় ভটভটির চালক সহ ৩ জন এবং গত ২০ বছরে ৬ জনের মৃত্যু হয়েছে এসব অরক্ষিত রেল ক্রসিং এলাকায়।