নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক যুগান্তরের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে স্বজন সমাবেশের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুগান্তর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন নাহিদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। স্বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সম্পাদক আসাদুল্লাহ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ,গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ ও সম্পাদক আব্দুস সালামসহ স্থানীয় সাংবাদিকরা।