বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চরে শৈতপ্রবাহ ও বৃষ্টিতে মারা গেল ২০টি গরু। তবে স্থানীয়দের দাবী তাদের অন্তত ৫০টি গরু মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরবেষ্টিত পাঁকা ইউনিয়নের চরে গরুর মালিকরা প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ত যোগান থাকায় গরু নিয়ে চরে অবস্থান করছিলেন।আকশ্মিক শুক্রবারের পানি ও দমকা হাওয়ায় খোলা আকাশের নিচে থাকা গরুগুলো অসুস্থ হয়ে পড়লে ২০ টি গরু মারা যায়।এ সময় কৃষকরা গরু গুলো কে প্রাথমিক চিকিঃসা দিয়ে সুস্থ করে তোলে এবং কয়েকটি গরুর অবস্থা অবনতি হলে তাদের জবাই করে ফেলে।
স্থানীয় কৃষক শফিকুল ইসলাম দাবী করেন, তার ৯টি সহ লিটন,সাহেব,লাট্টু,ডাক্কু,বিশু, সেরাজুল,মামুন ও এরফানের শতাধিক গরু চরে খোলা অবস্থায় রাখা ছিল।শুক্রবার গভীর রাত থেকে বৃষ্টি ও দমকা হাওয়ায় গরুগুলো অসুস্থ হয়ে পড়ে এবং ৫০ টির মত গরু মারা যায়।এতে করে তারা বিপদে পড়ে গেল।একদিকে গরু মারা যাবার কারনে চাষাবাদ ব্যহত হবে,অন্যদিকে নতুন করে তাদের অর্থ জোগাড় করে গরু কেনা অসম্ভব হয়ে পড়বে।
অন্যদিকে পাঁকার লক্ষিপুর গ্রামের নেফাউর রহমানের দাবী তার ১৩ টি গরু মারা গেছে।কিন্তু প্রশাসনের কেউ তাদের খোঁজ নেয়নি।রবিবার প্রাণিসম্পদ বিভাগের একজন ডাক্তার এসে খোঁজ খবর নিয়ে চলে যায়।তিনি ক্ষতিগ্রস্থদের জন্য প্রণাদনা দাবী করেন।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্রী রনজিদ কুমার জানান, খোলা আকাশের নীচে প্রচন্ড শীত ও বৃষ্টিতে ২০ টি গরু মারা গেছে।অসুস্থ কয়েকটি গরু কৃষকরা জবাই করেছে।আর ভেটিনারী সার্জন রবিবার ৫টি গরুকে চিকিৎসাসেবা দিয়ে এসেছে।কৃষকদের দাবীর সাথে দ্বিমত পোষণ করে তিনি আরও জানান, দুর্যোগ আবহাওয়ার কারনে ২০টি গরু মারা গেছে।