বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদীর মকরমপুর শ্মশান ঘাটে হিন্দু সম্প্রদায়ের গঙ্গা স্নান উৎসব পালিত হয়েছে মকরমপুর মহাশ্বশান কমিটির আয়োজনে সকাল থেকে গঙ্গাস্নান উৎসবে জেলার গোমস্তাাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলাসহ নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশগ্রহণ করে। গঙ্গাস্নান শেষে বাড়ি ফেরার সময় প্রতেকে ঘটি-বাটিতে করে গঙ্গার জল নিয়ে যায়। হিন্দু ধর্মাবলম্বীদের স্নান উৎসব শুভে”ছা বিনিময় করতে যান, এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র বাঙালী মহন্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারীসহ দৌহিত্র, সুযোগ্য উত্তরাধিকারী ও রহনপুর পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শ্যাম রায় চক্রবর্তী।
বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উৎসবকে ঘিরে বিভিন্নস্তরের নিরাপত্তা জোরদার করে স্থানীয় প্রশাসন। এদিকে, এ উপলক্ষে দিনব্যাপী মেলায় প্রসাধনী, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ,
মিষ্টি ও খাবার দোকান, পূজা এবং পালাক্রমে কীর্তনের আয়োজন করা হয়।সার্বিক সহযোগীতায় ছিলেন মহান্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী।
উল্লেখ্য,হিন্দুরা বিশ্বাস করেন, এই দিন গঙ্গাস্নান করলে দশবিধ বা দশ জন্মের পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায়। যাঁরা এই দিন গঙ্গায় এসে স্নান করতে পারেন না, তারা তাদের বাসস্থানের নিকটবর্তী জলাশয়ে বা নদীতে স্নান করেন। কারণ, হিন্দু বিশ্বাসে এই দিন সকল জলাশয় ও নদী গঙ্গাতুল্য হয়। “গঙ্গাবতরণ” হিন্দুধর্মের একটি প্রাচীন উপাখ্যান।