বিডি ঢাকা ডট কম নিউজঃ ১। এনএসআই তথ্যের ভিত্তিতে অদ্য ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় চকপাড়া
বিওপির হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার
১৮৩/৩-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া নামক স্থানে অভিযান
পরিচালনা করে মোঃ সাদেকুল ইসলাম (৪৩), পিতা-মোঃ সাহেবজান, গ্রাম-নামোচকপাড়া, ডাকঘর-
আজমতপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ২,০০০ রুপির ৪৬টি এবং ৫০০ রুপির ২৪৭টি নোট
আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় জাল রুপি এর আনুমানিক সিজার মূল্য- ২,১৫,৫০০/- (দুই লক্ষ
পনের হাজার পাঁচশত) টাকা।আটককৃত ভারতীয় রুপিসহ ধৃত আসামীর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম
গ্রহণ প্রক্রিয়াধীন।
২। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।