বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন প্রাণীর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে সৌখিন খামারীদের গবাদী পশু, ছাগল, ভেড়া, গাঁড়ল, কবুতর,হাঁস ও মুরগীর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিকেলে বিজয়ী(শ্রেষ্ঠ খামারী ও সৌখিন পালক)দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। দেশে পুষ্টি চাহিদা পুরণের জন্য মাংশ ও দুধের ঘাটতি পূরণের লক্ষ্যে এবং প্রাণীসম্পদকে লাভজনক ব্যবসায় পরিনত করার লক্ষ্যে এবছর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এ প্রদর্শনীর আয়োজন করেন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিথিলা দসে’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভ্যাটিরিনারী সার্জন ডাঃ সারমিন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী শাহ মোঃ মুঞ্জুুরুল হক, একাডেমিক সুপারভাইজার ওয়ালিউল্লাহ, সহকারী প্রোগ্রামার আতিকুর রহমান, ও আনসার ভিডিপি কমান্ডার(ভারপ্রাপ্ত)সুফিয়া আক্তার। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ। বিকেলে বিজয়ী ও শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।