বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জে লর্ড ও লেডি ব্যাডেন পাওয়েল এর জন্মদিন পালিত হয়েছে। জেলা গার্ল গাইডস এর আয়োজনে মঙ্গলবার বিকেলে কল্যাণী মহিলা সংসদের মার্জিনা হক মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। এর আগে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
গার্ল গাইডস এর জেলা কমিশনার গৌরি চন্দ সিতুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, এ্যাড আঞ্জুমান আরা, জেলা সম্পাদক রোকসানা আহমদ, স্থানীয় শাখার সম্পাদক শাহনাজ বেগম, সদস্য ফারুকা বেগমসহ অন্যরা।
সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাইডারগণ এবং গার্ল গাইডস এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার আগে কেক কেটে লর্ড ও লেডি ব্যাডেন পাওয়েল এর জন্মদিন উদযাপন করেন অতিথিবৃন্দ।