অনলাইন নিউজ : আগামী ৩১ মে থেকে সয়াবিন ও ৩১ ডিসেম্বর থেকে পামওয়েল খোলা বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, সব তেল প্যাকেটজাত করে বিক্রি করতে হবে।
আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, খোলা তেল বিক্রির কারণে বাজারে নির্ধারিত মূল্য নিশ্চিত করা সম্ভব হয় না। তাই সব তেল প্যাকজাত ব্যবস্থাপনায় বিক্রি করতে হবে। এজন্য শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে সরকার।