অনলাইন নিউজ : ভোজ্যতেলে তিন মাস ভ্যাট স্থগিত রাখার প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এফবিসিসিআই।
সোমবার এফবিসিসিআইয়ের এক মতবিনিময় সভায় এ প্রস্তাব করা হয়।
এতে ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারী কোম্পানি, পাইকারি ব্যবসায়ীরা দাবি করেন, বাজেটে ভোজ্যতেলে ভ্যাট ধরা হয়েছিল ৯ টাকা। অথচ সরকার এখন প্রতি লিটারে ভ্যাট নিচ্ছে ২৭ থেকে ৩০ টাকা।
ব্যবসায়ী নেতাদের দাবিতে সমর্থন জানিয়ে এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দীন বলেন, ‘বর্তমানে তেলের দাম নিয়ন্ত্রণে ভ্যাট প্রত্যাহারের বিকল্প নেই।’তিনি বলেন, ‘বিশ্ববাজারে ভোজ্যতেল পরিস্থিতিটি সংকটাপন্ন অবস্থায় রয়েছে। বর্তমানে প্রতি টন তেলের দাম ১৮০০ ডলার ছাড়িয়েছে। এটা আরও বাড়তে পারে।’‘ফলে দেশের বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে অন্তত আগামী তিন মাসের জন্য আরোপিত ভ্যাট স্থগিত রাখা প্রয়োজন’ যোগ করেন এফবিসিসিআই সভাপতি।