বিডি ঢাকা ডট কম নিউজঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলায় র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) বেলা সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে বিভিন্ন নারী সংগঠনের অংশগ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
অনুষ্ঠানে বক্তব্যে রাখেন নারী নেত্রী ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিনী শামীমা হাসান শিলু, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী মিশকুর রুমি।
এ সময় ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, ইউপি চেয়ারম্যান তাকবীর হাসান, শাহিন ওয়াজ সরকার ইউজিডিপিসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।