মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

এবার ঈদের ছুটি হবে ৯ দিন কেমন হবে!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৯৭ বার পঠিত
এবার ঈদের ছুটি হবে ৯ দিন কেমন হবে!
ফাইল ফটো

অনলাইন নিউজ : এ বছরের রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। তাদের সময়সূচি অনুযায়ী এ বছর রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৩ এপ্রিল। যদি ৩০ রোজা হয় তাহলে ঈদ হবে ৩ মে মঙ্গলবার। আর ২৯ রোজা হলে ঈদ সোমবার (২ মে)।যদিও সব হিসাব নির্ভর করছে চাঁদের ওপর।

হিসাব-নিকাশ যা-ই হোক ঈদের ছুটি সপ্তাহের মাঝ বরাবর। ঈদের ছুটির আগে শুক্র-শনিবার পাচ্ছেন চাকরিজীবীরা। পরদিন রবিবার ১ মে শ্রমিক দিবসের সরকারি ছুটি। সোম-মঙ্গল-বুধবার অর্থাৎ ২ মে থেকে ৪ মে পর্যন্ত ছুটি পাচ্ছে সবাই। এক দিন পর আবারও শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। সুতরাং বৃহস্পতিবার (৫ মে) ছুটি নিলে ঈদের ছুটি হবে ৯ দিন।মঙ্গলবার (০৮ মার্চ) সাহরি ও ইফতারের সময়সূচি গণমাধ্যমে প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত ৫ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৩ হিজরির রমজান মাসের সাহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে। সময়সূচি ফাউন্ডেশনের ওয়েবসাইটে www.islamicfoundation.gov.bd প্রকাশ করা হয়েছে।

kalerkantho

সময়সূচি অনুযায়ী, ৩ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোররাত ৪টা ২৭ মিনিট এবং ইফতারির সময় ৬টা ১৯ মিনিট।

দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সাহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com