বিডি ঢাকা ডট কম নিউজঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক ও কর্মচারীদের এমপিও আবেদন নিষ্পত্তি করে মাউশি আঞ্চলিক অফিসগুলো। এসব আঞ্চলিক অফিস প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠায়। তবে এ সময় এবার বাড়িয়েছে মাউশি।
বৃহস্পতিবার এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে মাউশি। অফিস আদেশে স্বাক্ষর করেন বিপুল চন্দ বিশ্বাস।
অফিস আদেশে বলা হয়, মার্চ মাসের এমপিওভুক্তির আবেদন তিনদিন বাড়ানো হয়েছে। আগামী ১৩ মার্চের মধ্যে আঞ্চলিক কার্যালয় থেকে এমপিওভুক্তির আবেদন নিষ্পত্তি করে মাউশিতে প্রেরণ করতে হবে।