বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ নাচোলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন। রবিবার সকালে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে ৭৮৫টি রেল স্টেশন ৭৮৫টি , নাচোল মধ্যবাজার ৭৮৬টি ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহি অফিসার শরিফ আহম্মেদ, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। উপজেলা নির্বাহি অফিসার শরিফ আহম্মেদ জানান, কসবা ইউনিয়নে ২২মার্চ ২৭৩০টি, নাচোল ইউনিয়নে ২৪মার্চ ২৬৭৬টি নিজামপুর ২৭ মার্চ ২৬৭২টি ফতেপুর ইউনিয়নের ২৯মার্চ ২৭১১টি কার্ড এর বিপরীতে টিসিবির পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে। নাচোল উপজেলায় পৌরসভা ও চারটি ইউনিয়নে ১৩,১৪৫টি ফ্যামেলী কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে ।প্রতিটি কার্ডের বিপরীতে ২কেজি চিনি ৫৫টাকা দরে, ২কেজি মসুর ডাল ৬৫টাকা দরে ২কেজি সুয়াবিন তেল ১১০ টাকা বিক্রয় করা হবে। উপজেলা নির্বাহি অফিসার আরো জানান, এটি প্রথম ধাপে টিসিবির পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় করা হলো। রমজান মাসে দ্বিতীয় ধাপে পুনরায় টিসিবির পণ্য বিক্রয় করা হবে।