বিডি ঢাকা ডট কম নিউজঃ ১। নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ৩০ মার্চ ২০২২ তারিখ আনুমানিক রাত ২২০০ ঘটিকায় ভোলাহাট
বিওপির হাবিলদার মোঃ এমদাদুল কবির এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার ১৯২ মেইন হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলভাতিয়া মাঠ নামক স্থান হতে
মালিকবিহীন ৮,৭৪০ পিস ভারতীয় বিড়ি আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় বিড়ি এর সিজার মূল্য-
৮,৭৪০/- (আট হাজার সাতশত চল্লিশ) টাকা । আটককৃত ভারতীয় বিড়ি এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম
গ্রহণ প্রক্রিয়াধীন।
২। নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ৩০ মার্চ ২০২২ তারিখ আনুমানিক রাত ২২৪০ ঘটিকায় সোনামসজিদ
বিওপির নায়েব সুবেদার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় পিরোজপুর
নামক স্থানে ০২ জন চোরাকারবারীকে দেখতে পায়। এ সময়ে টহল দল কর্তৃক তাদেরকে ধাওয়া করলে
০১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। উক্ত স্থান তল্লাশী করে ফেলে যাওয়া ব্যাগ হতে
মালিকবিহীন ৫০০ গ্রাম হেরোইন এবং ১০ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত
হেরোইন এবং বিদেশী মদ এর সিজার মূল্য-১০,১৫,০০০/- (দশ লক্ষ পনের হাজার) টাকা। আটককৃত হেরোইন
এবং বিদেশী মদ এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
৩। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ৩১ মার্চ ২০২২ তারিখ আনুমানিক রাত ০৫৩০ ঘটিকায় কামালপুর
বিওপির নায়েব সুবেদার মোঃ রেনু মিয়া এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার ১৮৭/১৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় কামালপুর
আমবাগান নামক স্থানে ০৩ জন চোরাকারবারীকে দেখতে পায়। এ সময়ে টহল দল কর্তৃক তাদেরকে ধাওয়া
করলে ০২টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান তল্লাশী করে ফেলে
যাওয়া ব্যাগ হতে মালিকবিহীন ভারতীয় ১০৭ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত
ফেন্সিডিল এর সিজার মূল্য-৪২,৮০০/- (বিয়াল্লিশ হাজার আটশত) টাকা। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে
প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
৪। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।