বিডি ঢাকা অনলাইন ডেস্ক: বাড়ি থেকে ব্যাগ নিয়ে বাজারে যাবার কথা ছিল হুমায়ূনের।বাজার করে বাড়ি ফেরারও কথা ছিল।কিন্তু ট্রাকের ঢালায় চাপা করে মৃত্যু হলো তার।ফিরতে হলো লাশ হয়ে।
সোমবার(৪ এপ্রিল) সকালে এমনই এক মর্মান্তিক ঘটনার শিকার হয়ে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ পৌরসভার কারবালা মোড় মহল্লার মৃত করিম উদ্দিন মন্ডলের ছেলে মোঃ হুমায়ূন(৫০)।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের হোসেন জানান, পৌর এলাকার লাগাদপাড়া জাহিদুল কমিশনারের গোডাউনের সামনে ট্রাক থেকে মালামাল আনলোড করার সময় ঐ ট্রাকের পাশ দিয়ে বাজার যাচ্ছিলেন হুমায়ূন ।এ সময় ট্রাকের হেলপার অসাবধানতাবশত: ট্রাকের ডালা খোলার সময় ডালাটি মাথার উপর পড়লে হুমায়নের মাথা ফেটে গুরুতর আহত হন। শ্রমিকরা আহত ব্যক্তিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।