বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পদ নিয়ে নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তের সৃষ্টি হয়েছে। গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শাহরিয়ার জামান আনসারী সম্প্রতি চিকিৎসা জনিত কারনে দেশের বাইরে যাওয়ায় সে গত ৬ এপ্রিল সহ- সভাপতি জহরুল ইসলাম জয়কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের একটি চিঠি ইস্যু করেন। অপরদিকে গত ৭ এপ্রিল জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার ও সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ নির্দেশে গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অপর সহ-সভাপতি মাহবুব আলম সিদ্দিকীকে দায়িত্ব প্রদান করা হয়। এদিকে, মাহবুব উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে। এদিকে জয় একই সময়একই কর্মসুচি পালনের কথা থাকলেও তা তিনি করেননি।