বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকীর্তি ইউনিয়নের মকিমপুর এলাকায় অসহায়-দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে চককীর্তি ইউপির ৫নং ওয়ার্ড মকিমপুরসহ বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা বলেন, শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব, দুঃখী, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধারা অব্যহত থাকবে। আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা নবীনূর রহমান ও যুবলীগ নেতা সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।