অনলাইন নিউজ : বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮৫৬ জন হজ করতে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
বুধবার (১৩ এপ্রিল) জামালপুরের ইসলামপুরে আওয়ামীলীগ ৭ নম্বর পাথর্শী ইউনিয়ন শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, শেখ হাসিনা সরকার দেশের জন্য যে উন্নয়ন করেছে, অতীতের কোন সরকার এতো উন্নয়ন কাজ করতে পারেনি।
তিনি বলেন, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আবারও শেখ হাসিনা সরকার দেশ পরিচালনা করতে পারবে। এ লক্ষ্যে নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর করে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের নেতাকর্মীদেরকে সরকারের ব্যাপক উন্নয়ন কার্যক্রমের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে।
চলতি বছর ১০ লাখ হজযাত্রীকে হজ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এ জন্য মানতে হবে দুটি শর্ত।
গত ৯ এপ্রিল সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।
এ জাতীয় আরো খবর..