বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে রহনপুর কলোনি মোড়স্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক লীগ গোমস্তাপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম আনসারীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস,জেলা কৃষক লীগের সহ-সভাপতি মহন্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী,সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বাবু, সহ-সভাপতি মঈনুদ্দিন প্রমূখ। এর আগে রহনপুর কলোনি মোড়স্থ আওয়ামীলীগ কার্যালয় থেকে র্যালী বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।