বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আজ রবিবার দুপুর ৩টায় উপজেলা কনফারেন্সে রুমে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি।
প্রেস ব্রিফিংয়ে ইউএনও জানান, পূর্বে উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিবগঞ্জ উপজেলার ১০৩৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান করেন। ৩য় পর্যায়ে আরো ১১৬টি ভূমিহীন ও গৃহহীনকে গৃহ প্রদান করা হবে। তবে ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী ৬০ টি বাড়ি হস্তান্তর করবেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কমকতা অারিফুল ইসলাম, সমাজ সেবা অফিসার কাঞ্চন দাস প্রমুখ। এছাড়া উপজেলার ২টি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্জেগত জেলায় ৫২১ টি গৃহ প্রদান করবেন প্রধানমন্ত্রী।