বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শনিবার বিকালে বিএনপির সংগঠনিক মতবিনিময় সভা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমান এর স্বুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য আশরাফুল আলম রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াত উদ্দোলার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আরেফিন বুলু, যুগ্ম আহ্বায়ক আবদুল মতিন, জেলা মহিলা দলের সভাপতি সিদ্দিকা সিরাজুম মনিরা। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্যগন, উপজেলা বিএনপি’র সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।