বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

জুনেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটের সমাধান হবে –চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৯৫ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার:প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, আগামি জুনের মধ্যে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটের সমাধান হয়ে যাবে। এ জন্যই ৪৫ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তিন ধাপে শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামি জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আরও দুই ধাপে পরীক্ষা সম্পন্ন হবে। কাজেই জুনের মধ্যে ৪৫ হাজার শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেলে প্রাথমিক বিদ্যালয় গুলোতে আর শিক্ষক সংকট থাকবে না।
রেবাবার দুপুরে চাঁপাইনববাগঞ্জ পৌর এলাকার গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।জেলার ৬৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন এবং ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিক্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা ভেবে প্রধানমন্ত্রী বিস্কুটের (টিফিন) ব্যবস্থা করেছেন। যে সব স্কুলের শিক্ষার্থীরা এখনও টিফিনে বিস্কুট পায়নি; ওই সব স্কুলে আগামি মাসের মধ্যে টিফিনের ব্যবস্থা করা হবে। করোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের হাজার টাকা করে কিডস অ্যালাউন্স দেয়া হয়েছে। প্রায় সব টাকা দেয়া শেষ। এখনও কিছু কারণে ৮’শ কোটি টাকা দেয়া বাকি আছে। খুব শিগগির এসব টাকাগুলো শিক্ষার্থীদের মাঝে দেয়া হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে সাজাতে শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নয়ন করেছেন। ২০৪১ সালের মধ্যে সোনার বাংলা বির্নিমানে শিক্ষার কোন বিকল্প নেই। দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ হয়েছে, এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণাধীন। এতো শিক্ষার অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, শিক্ষার মান যেন তলানিতে না যায়। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের যে সব সমস্যা আছে, আপনাদের দাবি শুনে পূরণের চেষ্টা করা হবে। আপনারা শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষা দিবেন। জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, পুলিশ সুপার একেএম আবদুর রকিব বিপিএম-পিপিএম বার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউএনও ইফফাত জাহানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পরে প্রতিমন্ত্রী জাকির হোসেন বিদ্যালয়ে গাছের চারা রোপন করেন। এর আগে প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি সার্কিট হাউসে জেলার নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতা ও সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com