বিডি ঢাকা ডট কম নিউজঃ ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নের হতদরিদ্র, অসহায়-দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ২৫ এপ্রিল সকাল ৮টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নে ২ হাজার ৭১৫টি গোহালবাড়ী ইউনিয়নে ২হাজার ৬৩৫টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহসহ ইউপি সদস্যরা উপস্থিত থেকে চাল বিতরণ করেন। ২৬ এপ্রিল দেশব্যাপী প্রধানমন্ত্রীর বাড়ী উদ্বোধন করায় দলদলী ইউনিয়নে ২হাজার ৮১০টি ও জামবাড়ীয়া ইউনিয়নে ১ হাজার ৬৯৪টি পরিবারের মাঝে ২৭ এপ্রিল নিজ নিজ ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হবে। উপজেলার চার ইউনিয়নের মোট ৯হাজার ৮’শ ৫৪টি পরিবারকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার জানান।